1. admingusar@gmail.com : admingusar :
  2. bnp786@gmail.com : editor :
  3. sylwebbd@gmail.com : mit :
  4. zia394@yahoo.com : Nurul Alam : Nurul Alam
  5. mrafiquealien@gmail.com : Rafique Ali : Rafique Ali
  6. sharuarprees@gmail.com : Sharuar : Mdg Sharuar
  7. cardgallary17@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :

বাবার হাতে শিকল ছোট্ট ছেলের টলমনে নয়ন।

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ জানুয়ারী, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :: বাবার হাতে শিকল পড়া ছোট অবুঝ শিশু টলমলে নয়ন মেলে পাশে দাড়িয়ে; একমাত্র পুত্র শিশুটি
জানেনা বাবার কি অপরাধ, বাবাকে এত কাছে পেয়েও কেন বাবার কোলে উঠতে পারছেনা, তিনটি সন্তান হারাবার বেদনা বুকে চেপে
একমাত্র পুত্র সন্তানকে নিয়ে আগামীর স্বপ্ন দেখা বাবা’টি কলিজার টুকরা সন্তানকে কেনইবা কোলে নিচ্ছেন না, কিভাবে নেবেন হাত যে লোহার
শিকল দিয়ে আটকানো !
ছোট ছেলেটা যে বাবার আদর না পেলে রাতে ঘুমাতে যেত না; বাবা না আসা পর্যন্ত না খেয়ে
বসে থাকত, বাবার জন্য পথ চেয়ে রইত গাড়ীর শব্দ শোনা মাত্র দিন কিবা রাত দৌড় দিয়ে বাবাকে জড়িয়ে ধরত ! এই অবুঝ শিশু এখনো যে প্রতিদিন
বাবার জন্য অপেক্ষা করে, রাত জেগে রয় কিন্তু বাবা যে আসে না; নিরুপায় হয়ে মা যে রোজ কতো মিথ্যা গল্প সাজান “এইতো একটু পরে আসবে তোমার বাবা কিন্তু কই বাবা যে আসেন না” ! মায়ের কাছে বায়না বাবাকে দেখতে যাবে,
বাবা কোথায় দেখতে চায় সে কিছুতেই যে বুঝানো যাচ্ছে না যাবেই যাবে বাবার কাছে ! বাবাও মানিক ধন একমাত্র ছেলেকে এক নজর দেখার জন্য ব্যাকুল ! আজ মৌলভীবাজার জেল হাজত থেকে বাবাকে নিয়ে আসা হবে বড়লেখা আদালতে ! বাবাকে
দেখার জন্য কোর্ট প্রাঙ্গনে ছোট শিশুটি দাড়িয়ে; গাড়ী থেকে নামছেন হাতে শিকল বাধা বাবাকে দেখে দৌড়ে বাবাকে জড়িয়ে দরেছে বুকের ধন ;
বাবাও মানিককে দেখে ফুপিয়ে কাদছেন কিন্তু মুখে হাসি দিয়ে চোখের জল মুছার মিথ্যা অভিনয় করে যাচ্ছেন ! বাবা বাড়ীতে চলে এসো, আমাকে একা রেখে তুমি কোথায় ছিলে এতোদিন বাবা…! বাবাকে নিয়ে যাব আজ বলে মুখে হাসি ! কিন্তু না বাবাকে যে
যেতে দেওয়া হবে না; আবার গাড়ীতে করে মৌলভীবাজার জেলহাজতে নিয়ে যাওয়া হচ্ছে ! সন্তান দাড়িয়ে কাদছে আর বাবা চোখের জল মুছে
সন্তানের দিকে তাকিয়ে আছে গাড়ী সামনে আপন গতিতে ছুটছে- এরকম হাজার দৃশ্য বর্তমান বাংলাদেশের চিত্র ! এটাই বর্তমান বাংলাদেশ ! কেন বাবার হাতে শিকল, কেনইবা বাবা দ্বীর্ঘ দিন ধরে বদ্ধ কারাগারে বন্দি; অবুঝ শিশুর বার বার প্রশ্ন পাশে থাকা স্বজনদের কাছে- ছোট শিশুটির কাছে উত্তর জানা না থাকলেও বড়লেখা জুড়ী ল উপজেলার প্রতিটি মানুষ জানে বাবার অপরাধ কি; একটাই অপরাধ তিনি বাংলাদেশ
জাতীয়তাবাদী দল- বিএনপি করেন ! তিনি জাতীয়তাবাদী আদর্শের বিশ্বাসী ! তিনি গণতন্ত্র
পূর্ণ উদ্ধারের যুদ্ধের যোদ্ধা ! তিনি অন্যায়ের কাছে আপোষ করেন না ! তিনি জনগণের জন্য নিজেকে উজাড় করে দেন ! তিনি জনগণের বিপদে
পাশে মুর্তিমান ! এটাই তার অপরাধ; এই অপরাধেই হাতে শিকল- বন্ধি অন্ধকার জেল খানায় ! এটা কোন সিনেমার গল্প নয়; নয় কোন কিচ্ছা কাহীনি বড়লেখা উপজেলা বিএনপি সংগ্রামী সভাপতি বড়লেখা জুড়ী জাতীয়তাবাদী দলের প্রাণ জননেতা জনাব-
আব্দুল হাফিজের বর্তমান সময়ের বাস্তব গল্প ! মিথ্যা গায়েবী মামলায় গত ১৯শে ডিসেম্বর আব্দুল হাফিজকে বড়লেখা কোর্ট প্রাঙ্গন থেকে অন্যায়ভাবে গ্রফতার করা হয় ! গ্রেফতারের পর একে একে তিনটি গয়েবী মামলা জুড়ে দেয়া হয় তার নামের পাশে ! আজ কাল করেও বেল হবে হচ্ছে কয়েও বেল হচ্ছে না !
হাজার হাজার কর্মী গড়ার কারীগর গণমানুষের প্রিয় আব্দুল হাফিজকে জেলে বন্দি রাখা যাবে; কিন্তু তার কর্মী বাহিনীকে, তার রেখে যাওয়া কর্ম কে দামানো যাবে না……!!
লেখক….
( মোস্তাক আজিজ মান্না)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর

বাংলাদেশে করোনা ভাইরাস

সর্বমোট

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
সূত্র: আইইডিসিআর

সর্বশেষ

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
স্পন্সর: একতা হোস্ট
© All rights reserved © 2021 notunalonews24.com
Design and developed By Syl Service BD