মিয়া মনিরুল আলমের সুস্থতা কামনা করছেন তার শুভাকাঙ্ক্ষীরা

নতুন আলো নিউজ ডেস্ক : যুক্তরাজ্যের বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, বিশিষ্ট কমিনিউটি ব্যক্তিত্ব মিয়া মনিরুল আলম অসুস্থ। তিনি লনন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীনআছেন ।
১৩ মার্চ সোমবার মিয়া মনিরুল আলমের স্পাইনাল সমস্যা দেখা দেয় এবং রোববার তাঁকে এম আর আই স্কান করানো হয়।বর্তমানে তিনি চলাফেরা করতে অক্ষম।
মিয়া মনিরুল আলমের সুস্থতা কামনা করে তার শুভাকাঙ্ক্ষীরা সোস্যাল মিডিয়া ফেইসবুক, ওয়াটসআপ মেসেজের মাধ্যমে দেশ বিদেশে সবার কাছে দোয়ার প্রার্থনা করছেন ।