1. admingusar@gmail.com : admingusar :
  2. crander@stand.com : :
  3. bnp786@gmail.com : editor :
  4. sylwebbd@gmail.com : mit :
  5. zia394@yahoo.com : Nurul Alam : Nurul Alam
  6. mrafiquealien@gmail.com : Rafique Ali : Rafique Ali
  7. sharuarprees@gmail.com : Sharuar : Mdg Sharuar
  8. cardgallary17@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
জালালাবাদ এসোশিয়েশন অব বাফেলোর ইনক সাধারণ সভা অনুষ্ঠিত মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা নির্বাচন কমিশনারদের বেতন-ভাতা সংক্রান্ত আইন অনুমোদন চিকিৎসকদের উপর হামলা কিংবা চিকিৎসায় অবহেলা মেনে নিব না : স্বাস্থ্যমন্ত্রী মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আফগান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনাবাহিনীর গুলিতে নিহত ৭ সন্ত্রাসী ইরানের হামলা ঠেকাতে ইসরায়েলের ব্যয় হয়েছে ১০০ কোটি ডলার : রিপোর্ট ইরানে ইসরায়েলের সম্ভাব্য হামলা নিয়ে যা বলছেন বিশ্লেষক মুক্তিপণে ছাড়া জিম্মি জাহাজ

মরিলে কান্দিসনা আমার দায় রে যাদুধন…. ছাতকে মরমী কবি গিয়াস উদ্দিন স্মরণে ‘গিয়াস উৎসব’ বাস্তবায়ন কমিটি গঠন

  • আপডেটের সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০

এম রেজা টুনু সুনামগন্জ জেলা প্রতিনিধি ::
মরিলে কান্দিসনা আমার দায় রে যাদুধন সহ অসংখ্য কালজয়ী গানের রচয়িতা সুনামগঞ্জের ছাতক প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, মরমী কবি প্রয়াত গিয়াস উদ্দিন আহমদ স্মরণে “গিয়াস উৎসব” পালন উপলক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।
মরহুম গিয়াস উৎসব উদযাপন কমিটির উদ্যোগে গতকাল শুক্রবার রাাতে স্থানীয় গোবিন্দগঞ্জ বালু মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়। মুজিবুর রহমানের সভাপতিত্ব ও শিক্ষক পঙ্কজ দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বাস্তবায়ন কমিটির আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান সুন্দর আলী, শিল্পী চন্দন মিয়া, ছাতক প্রধান শিক্ষক সমিতির সাধারন সম্পাদক জয়নাল আবেদীন, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা কাব্য কথা সাহিত্য পরিষদের সভাপতি আনোয়ার হোসেন রনি, জাতীয় দৈনিক ’ঢাকা প্রতিদিনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ জেলা পরিবেশ ও পর্যটন উন্নয়ন ফোরামের সভাপতি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক শাখার সভাপতি শামীম আহমদ তালুকদার. কবি মতিউর রহমান, মনির উদ্দিন নুরী , ময়না মিয়া, হিজরত আহমদ.লাল মিয়া, জইন উদ্দিন আহার, সদরুল আমিন আমীন সুহান, ইউপি সদস্য আলকাব আলী ও মাহমদ আলী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রিয় কমিটির সদস্য জাহাঙ্গির আলম চৌধুরি, সাধারণ সম্পাদক নুর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফজল উদ্দিন, এডভোকেট আবুল কালাম আজাদ, সাংবাদিক রুনু মিয়া, আজিজুর রহমান, শাহাব উদ্দিন খান, কাওসার আহমদ. লায়েক, কামাল উদ্দিন, ছায়েদ মিয়া, নঈব আলী, আক্তার হোসেন, কবির আহমদ, নেপুর চন্দ্র দাস প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলকে সভাপতি ও শিক্ষক আব্দুল বাছিতকে সদস্য সচিব এবং সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন, সাবেক চেয়ারম্যান সুন্দর আলী, আব্দুস ছোবহান, মহি উদ্দিন, ভাইস প্রেনিসপাল গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স ডিগ্রী কলেজ, ফজলুর করিম বকুল গোবিন্দগঞ্জ বহুমুখি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক, ফারুক আহমদ সাবেক মেম্বার, জয়নাল আবেদীন প্রধান শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ও মোস্তাক হোসেনকে যুগ্ম আহবায়ক করে ১শ’১সদস্য বিশিষ্ট বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। এ সময় কবি, সাংবাদিক, সাহিত্যিক, গীতিকার, জনপ্রতিনিধি, শিক্ষক, আইনজীবি, ব্যবসায়ি ও সমাজসেবী প্রমুখ উপস্থিত ছিলেন।
কমটির অন্যন্যরা সদস্যরা হলেন, জইন উদ্দিন আহার, (গোবিন্দনগর)শামীম আলম (লক্ষীপুর ),আলী আশরাফ তাহিদ সাবেক মেম্বার,কবির আহমদ (হরিনগর),মিজানুর রহমান (তকিরাই),আলকাব আলী মেম্বার (বিলপাড়),আফতার উদ্দিন (সভাপতি শ্রমিক ),রুকন উদ্দিন (বিশ্বম্বর পুর),আব্দুল হাসিম (বিলপার),জয়নুল করিম( রাধানগর),মাহমদ আলী মেম্বার (দশঘর),আঙ্গুর মিয়া (শ্যামনগর),আশিক মিয়া (জাম্বুরাইল),শামীম আহমদ (গোবিন্দনগর),ইব্রাহিম আলী রাসেল (ভরাংপার),ছালেক আহমদ (গড়গাও),রোটারেক্ট ছায়েদ মিয়া (গোবিন্দনগর),হোসাইন আহমদ লনী মেম্বার (দিঘলী),আবু তাহের সিদ্দিকী (বাংলাবাজার),আফরোজ বখস খোকন (তেঘরি),তাজউদ্দিন (গোপালনগর),নাছির উদ্দিন (মাষ্টার দশঘর),সুরেতাজ আহমদ মেম্বার (মোল্লাআতা),জহির আলী মেম্বার ,মাহবুর রহমান রুহেল (রাধানগর)
আকিক আলী মেম্বার,জসিম উদ্দিন (আলমপুর),আব্দুল আলিম শিপন (রামপুর),কাওসার আহমদ( দিঘলবাক),কামাল উদ্দিন (বিনোদপুর),রুহুল আমিন শাহজাহান (শ্যামনগর),বকুল মালাকার সচিব ( দিঘলী ),এস ডি সুমন (দিঘলী),গোলাম নবী রিপন শিক্ষক (হরিনগর),রুহুল ইসলাম পলাশ (চ্চোন)
আব্দুল মতিন(বিলপার),খলিলুর রহমান শিক্ষক (তকিপুর),নিয়ামত আলী (আলমপুর),নিজাম উদ্দিন (দিঘলী),নিজাম উদ্দিন (বেরাজপুর)সহ ১শ’১সদস্য বিশিষ্ট বাস্তবায়ন কমিটি গঠন করেন।

Comments are closed.

এই ধরণের আরো খবর

বাংলাদেশে করোনা ভাইরাস

সর্বমোট

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
সূত্র: আইইডিসিআর

সর্বশেষ

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
স্পন্সর: একতা হোস্ট
© All rights reserved © 2021 notunalonews24.com
Design and developed By Syl Service BD