এবার বৃটেনগামী কিছু ফ্লাইটেও বড় আকারের ইলেক্ট্রনিক ডিভাইস নিষিদ্ধ
১ min read
Businessman using his tablet phone on airplane. Business travel and communication concept.
যুক্তরাষ্ট্রের পর এবার বৃটেনগামী বেশ কিছু ফ্লাইটে বড় আকারের ইলেক্ট্রনিক ডিভাইস নিষিদ্ধ করেছে। এমন নিষেধাজ্ঞা দেয়া হয়েছে ৬ টি দেশ থেকে বৃটেনে আসা ফ্লাইটের ওপর। দেশগুলো হলো তুরস্ক, লেবানন, জর্ডান, মিশর, তিউনিশিয়া ও সৌদি আরব। বলা হয়েছে এসব দেশ থেকে সরাসরি বৃটেনগামী ফ্লাইটে ল্যাপটপ, ট্যাবলেট, ফোন একটি সুনির্দিষ্ট আকৃতির ওপরে গেলেই তা কেবিন লাগেজে বহন করা যাবে না। বলা হয়েছে ১৬ সেন্টিমিটার বাই ৯.৩ সেন্টিমিটার বাই ১.৫ সেন্টিমিটার আকৃতির স্মার্টফোনের চেয়ে আকৃতিতে বড় হলেই ইলেক্টনিক ডিভাইস নিষিদ্ধ হবে এসব ফ্লাইটে। তবে অ্যাপল আইফোন ৭ প্লাস আকৃতিতে একটু বড় হলেও তা নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। এর আগে একই রকম বিধিনিষেধ আরোপ করে যুক্তরাষ্ট্র। তারা কায়রো, আবু ধাবি, দুবাই, জর্ডান, মরক্কো, সৌদি আরব, দোহা ও ইস্তাম্বুল থেকে যাওয়া ফ্লাইটে এ বিধিনিষেধ দিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন স্কাই নিউজ। এতে বলা হয়েছে, মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা বিষয়ক বেশ কয়েকটি মিটিংয়ের পর বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে বৃটেনের জন্য ওই নিষেধাজ্ঞা দিয়েছেন। নিরাপত্তা সূত্রগুলো বলেছে, সুনির্দিষ্ট কোনো গোয়েন্দা হুমকির প্রেক্ষিতে এমন পদক্ষেপ নেয়া হয় নি। তবে চলমান বিমান চলাচলের ক্ষেত্রে যে হুমকি আছে তার জবাবেই এ পদক্ষেপ। এ নির্দেশ সম্পর্কে বিমান সংস্থাগুলোকে জানিয়ে দেয়া হয়েছে। কিন্তু ১০ ডাউনিং স্টিট বলেছে, নিরাপত্তা বিষয়ক ্এ পদক্ষেপ পুরোপুরি বাস্তবায়ন করতে দু’একদিন সময় লাগতে পারে। উল্লেখ্য, এ নিষেধাজ্ঞার আওতায় যেসব ফ্লাইট পড়তে যাচ্ছে তা হলো বৃটিশ এয়ারওয়েজ, ইজি জেট, জেট ২ ডট কম, মোনার্ক, থমাস কুক অ্যান্ড থমসন। এক্ষেত্রে বিদেশী যেসব ফ্লাইট আক্রান্ত হবে তার মধ্যে রয়েছে টার্কিশ এয়ারলাইন্স, পেগাসাস এয়ারওয়েজ, এটলাস-গ্লোবাল এয়ারলাইন্স, মিডল ইস্ট এয়ারলাইন্স, ইজিপ্ট এয়ার, রয়েল জর্ডানিয়ান, তুনিস এয়ার ও সাউদিয়া।