সুনামগঞ্জে তথ্যমেলা উদ্বোধন করেন- জেলা প্রশাসক মোহাম্মাদ আব্দুল আহাদ
১ min read
এম রেজা টুনু সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জে তথ্যমেলা উদ্ধোধন করা হয়েছে। তথ্যমেলা উদ্বোধন করেন-সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মাদ আব্দুল আহাদ। বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক), সুনামগঞ্জের আয়োজন এবং টিআইবি’র সহযোগিতায় তথ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সচেতন নাগরিক কমিটি (সনাক) সুনামগঞ্জের সভাপতি ধূর্জটি কুমার বসু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ মিজানুর রহমান পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ প্রমুখ। এসময় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সনাক ও টিআইবি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন৷