জগন্নাথ পুরে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে পুলিশসহ ১৫ জন আহত

রিপোর্টার:: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাবেক সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন ও বর্তমান যুগ্ম সাধারণ সম্পদক জুনেদ আহমদ ভূঁইয়ার মধ্যে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে পুলিশসহ ১৫ জন আহত হয়েছেন। আহতদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সংঘর্ঘে উভয়পক্ষের লোকসহ ২ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। আহতদের মধ্যে তাজ উল্যাহ (৬০), দুলু বিবি (৫৬), দিলোয়ার হোসেন (৩৮),আঙ্গুর মিয়া (৪০), নুর মিয়া (৫৫), সুবেল মিয়া (১৭) কে প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়েছে।
সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত হন জগন্নাথপুর থানার এস.আই আনোয়ার হোসেন ও কায়েমুল হোসেন।