সমস্যা সমাধান না হলে হকার-মেয়র ফাইনাল খেলা ২৯ মার্চ
১ min readনিপীড়ন-নির্যাতন বন্ধ, সড়কে বসার ব্যবস্থাসহ নানাবিধ সমস্যার সমাধান না হলে আগামী ২৯ মার্চ মহাসমাবেশ আয়োজনের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের সঙ্গে ফাইনাল খেলার হুঁশিয়ারি দিয়েছেন হকার নেতারা। গতকাল বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ডিএসসিসি মেয়রকে স্মারকলিপি দেয়ার আগে এক সমাবেশে হকার নেতারা এ হুঁশিয়ারি দেন। পরে হকারদের পুনর্বাসনে প্রধানমন্ত্রী ও হাইকোর্টের নির্দেশ দ্রুত বাস্তবায়নের দাবিসংবলিত মেয়রকে হকারদের পক্ষ থেকে স্মারকলিপি দেয়া হয়। সমাবেশে হকার নেতারা বলেন, এই স্মারকলিপির মাধ্যমে যদি মেয়র আমাদের সমস্যার সমাধান না করে, আইনশৃঙ্খলা বাহিনী যদি দমন-পীড়ন বন্ধ না করে, তাহলে হকাররা লাঠিয়াল বাহিনী গঠন করবে। মেয়র যদি কোনো পদক্ষেপ না নেন, তাহলে দাবি বাস্তবায়ন করতে আমাদের যা যা প্রয়োজন আমরা তাই করব। সমাবেশে বাংলাদেশ হকার্স ইউনিয়নসহ ১৮টি সংগঠনের সমন্বয়ে গঠিত বাংলাদেশ হকার্স সংগ্রাম পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে হকারদের একটি মিছিল নগর ভবনের দিকে যাওয়ার পথে পুলিশ ফুলবাড়িয়ায় বাধা দেয়। পরে ৫ সদস্যের হকার প্রতিনিধি দল মেয়রকে স্মারকলিপি পৌঁছে দেন।