পুলিশ অফিসারের প্রাণ বাঁচাতে এমপির প্রানান্ত চেষ্টা
১ min read
ওয়েস্টমিনিস্টারে বৃটিশ পার্লামেন্টের সামনে সন্ত্রাসী হামলায় আহত পুলিশ সদস্যকে বাঁচাতে প্রাণান্ত চেষ্টা করেছিলেন সরকারের মিনিস্টার টোবিয়াস এলউড। আহত ওই পুলিশ সদস্যের মুখে মুখ লাগিয়ে অক্সিজেন দেয়ার (মাউথ-টু-মাউথ রিসাসিটেশন) চেষ্টা করেন তিনি। বুকের ক্ষত স্থানে হাত চেপে রেখে রক্তক্ষরণ ঠেকানোর চেষ্টা করেন। এ সময় আহত পুলিশ সদস্যের পাশে প্যারামেডিকস, অন্যান্য পুলিশ কর্মকর্তা এবং ডাক্তাররাও ছিলেন। গার্ডিয়ানের খবরে বলা হয়, কনজারভেটিভ দলের এমপি মি. এলউড এয়ার অ্যাম্বুলেন্স আসা পর্যন্ত আহত ব্যক্তির পাশে ছিলেন। দুখঃজনক হলো, শেষমেষ তাকে বাঁচানো সম্ভব হয় নি। পরবর্তীতে ঘটনাস্থল থেকে তোলা এক ছবিতে টোবিয়াস এলউডের হাতে ও কপালে রক্তের দাগ দেখা যায়।
বোর্নমাউথ ইস্টের এমপি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিনিস্টার এলউড সাবেক একজন সেনা কর্মকর্তা। সন্ত্রাসবাদের থাবার স্বজন হারানোর রূঢ় অভিজ্ঞতা রয়েছে এলউডের। তার ভাই জনাথান ২০০২ সালে বালি বোমা হামলায় নিহত হয়েছিলেন। ওই হামলায় ২৭ বৃটিশ নাগরিকসহ ২০২ জন নিহত হয়েছিল।