সিলেটে গ্রেনেড হামলায় পুলিশ সহ নিহত ৪, আহত ৪০
১ min read
সিলেট দক্ষিণ সুরমার শিববাড়িতে আতিয়া মহলের জঙ্গি আস্তানায় অপারেশনের প্রেস ব্রিফিং শেষে হওয়ার কিছুক্ষণ পর গ্রেনেড বিস্ফোরনে ঘটনা ঘটেছে ।
আত্মঘাতী গ্রেনেড হামলায় পুলিশ সহ ৪জন নিহতের খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে দুইজন পুলিশ সদস্য রয়েছেন। নিহতরা হলেন ইন্সেপেক্টর মনির ও আবু ফয়সল।এবং বাকী দুজনের নাম পরিচয় পাওয়া যায়নি।
আজ শনিবার সন্ধ্যা ৬ টায় পাঠান পাড়ায় গ্রেনেড বিস্ফোরনে সাংবাদিকসহ ৪০ জন আহত হয়েছেন বলে জানা গেছে । দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলে’র ২০০ গজ সামনে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা ৬টায় দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে এই হামলার ঘটনা ঘটে।
প্রেস ব্রিফিং শেষে বের হয়ে আসার সময় গ্রেনেড বিস্ফোরনে দৈনিক মানচিত্র আলোকচিত্রী আজমল আলী গুরুতর আহত হয়েছেন ।
গুরুতর আহতদেরকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে ।