সিলেটে বোমা বিস্ফোরণের ঘটনায় মামলা

নতুন আলো নিউজ ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমায় জঙ্গিবিরোধী অভিযানের মধ্যে পুলিশি ব্যারিকেডের কাছে শনিবার সন্ধ্যায় পরপর দুটি বোমা বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আজ সোমবার সকালে মোগলাবাজার থানার এসআই শিপলু চৌধুরী বাদী হয়ে এই মামলা দায়ের করেন। থানার ওসি খায়রুল ফজল গণমাধ্যমকে বলেন, হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের করা এ মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। আসামির কোনো সংখ্যা এজাহারে উল্লেখ করা হয়নি।