শেখ হাসিনার রাজনৈতিক ব্যর্থতায় ২৫ ফেব্রুয়ারি সেনাবাহিনীর অনেক অফিসার হারাতে হল :তারেক রহমান
১ min read
নতুন আলো নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি,এন ,পি)’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক ব্যর্থতার কারণে জাতিকে অনেক মূল্য দিতে হয়েছে। ৭ই মার্চ শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি। তার নেতৃত্বের ব্যর্থতায় ২৫ মার্চ ১৯৭১ সালে জাতির সূর্যসন্তানদের হারাতে হলো। আর শেখ হাসিনার রাজনৈতিক ব্যর্থতার কারণে ২৫ ফেব্রুয়ারি জাতি আমাদের সেনাবাহিনীর অনেক অফিসার কে হারাতে হল।
২৭ মার্চ সোমবার পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সি হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি,এন,পি) যুক্তরাজ্য আয়োজিত বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ‘জিয়াউর রমান বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট ও স্বাধীনতার ঘোষক’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
যুক্তরাজ্য বি,এন,পি’র সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়সর এম পরিচালনায় সভামঞ্চে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রিয় বিএপি’র আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান, ব্যারিস্টার নাসির উদ্দিন অসিম, বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ মালেক, যুক্তরাজ্য বি,এন,পি’র প্রথম উপদেষ্টা সায়েস্তা চৌধুরী কুদ্দুছ, যুক্তরাজ্য বি,এন,পি’র সিনিয়র সহ সভাপতি আব্দুল হামিদ চৌধুরী, সহ-সভাপতি আবুল কালাম আজাদ,সহ-সভাপতি গোলাম রব্বানী, সহ-সভাপতি প্রফেসর ফরিদ উদ্দিন ও সহ সভাপতি গোলাম রব্বানী সুহেল প্রমুখ ।