সুনামগন্জের দোয়ারাবাজারে প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় যুবক আটক।
১ min read
এম রেজা টুনু সুনামগন্জ প্রতিনিধিঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করায় বুধবার দিবাগত রাতে সুনামগঞ্জর দোয়ারাবাজারে আক্তার হোসেন (২০) নামে এক যুবককে আটক করেছে র্যাব-৯। সে দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের টেংরাটিলা আজবপুর গ্রামের মৃত আনসার উদ্দিনর পুত্র। সে স্থানীয় টেংরা বাজারে জুয়েলারি দোকানের কর্মচারী ছিল। আজ বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টার দিকে তাকে দোয়ারাবাজার থানায় সোপর্দ করা হয়েছে র্যাব।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মামুনুর রশীদ ও দোয়ারাবাজার থানার ওসি আবুল হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।