আমার কলম বন্দি নয়”- আউয়াল জামান কয়েছ

“আমার কলম বন্দি নয়”
আউয়াল জামান কয়েছ
২১/০৭/২০২০
আমি বন্দি,
আমার কলমতো বন্দি নয়
আমি লিখে যাবো
যত অনাচার অবিচার হয়,
বলবো আমি সব কথা মানুষের কাছে
করবোনা ভয়।
একদিন হবে নিশ্চয়
জালিমের উপর মজলুমের বিজয়
আমি মানবোনা পরাজয়,
আমি করিনি অন্যায় তাই করিনা ভয়
কি হয় তোমার সাজানো মামলার রায়।
আমি থাকবো দাঁড়িয়ে শির উঁচু করে,
প্রয়োজনে
আমি কাটাবো জীবন কারাগারে
ফাঁসি দিবা ?
সমস্যা নাই তাতেও আমার
কলম তোমার হাতে
আমার হাতে ও কলম আছে,
আমি লিখে যাব সব সত্য সবার কাছে।
তবে আসল কলমতো
আমার মালিক এর কাছে
যিনি লিখে রেখেছেন ভাগ্য আমার
এবং তোমার,
এতটুকু মনোবল হারাবোনা আমি
থাকবো অপেক্ষায়
যেদিন তিনি ডাকবেন আমায় এবং তোমায়
শেষ বিচারের দিনে।
