ছাত্রদল নেতা নুরু জঘন্য হত্যাকাণ্ডের শিকার :নোমান
১ min read
চট্টগ্রামে কেন্দ্রীয় ছাত্রদল নেতা নুরুল আলম নুরু ‘জঘন্য হত্যাকাণ্ডের’ শিকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
বৃহস্পতিবার রাতে নোমানের একান্ত সচিব নুরুল আজিম হিরু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ বিষয়ে গণমাধ্যমকে জানানো হয়।
বিবৃতিতে আবদুল্লাহ আল নোমান বলেন, “কেন্দ্রীয় ছাত্রদল নেতা নুরুল আলম নুরুকে পুলিশ পরিচয় দিয়ে বাসা থেকে তুলে নিয়ে রাতের আঁধারে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
“এই জঘন্যতম হত্যাকাণ্ডের নিন্দা জানানোর ভাষা আমি হারিয়ে ফেলেছি। সারাদেশে বিএনপি নেতাকর্মীদের যেভাবে গুম করে হত্যা করা হচ্ছে ঠিক একইভাবে নুরুল আলম নুরুকে হত্যা করা হয়েছে।”

আবদুল্লাহ আল নোমান (ফাইল ছবি)
নুরু হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত দাবি করে অবিলম্বে ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আহ্বান জানান নোমান।
বুধবার রাতে নগরীর চন্দনপুরা এলাকার বাসা থেকে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নুরুল আলম নুরুকে পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয়।
এরপর বৃহস্পতিবার দুপুরে রাউজানের বাগোয়ান এলাকায় কর্ণফুলী নদীর পাড়ে নুরুর লাশ পাওয়ার কথা জানায় পুলিশ। হাত-মুখ বাঁধা অবস্থায় ছাত্রদলের কেন্দ্রীয় এ নেতার লাশ পাওয়া যায়।