এই আমাদের স্বদেশ ভূমি – কবি রিতুনুর।
১ min read
এইতো আমাদের বাংলাদেশ।
সকল দেশের সেরা,
সবুজ বনানী নদী নালা
খালে বিলে ভরা!!
কিচিরমিচির পাখি ডাকে
আকাশ গায়ে ভেসে থাকে।
ফেরিওয়ালা রোজ হাকে
হরেক রকম মাল
তার ঢাকিতে থাকে।
বায়ু বহে শন শন
শহরে জীবন বায়ুদূষণ ।
কি চমৎকার রুপে
স্বদেশের মাটি
সোনার চেয়েও খাঁটি।
নদীর মধ্যে উজান ভাটি
সকালের দূর্বাঘাসের
শরির মন সতেজ রাখতে
মিলেমিশে সবায় হাঁটাহাটি।
এসো বন্ধুরা হাত ধরি
গাঁয়ের পথে যাত্রা করি।
নতুন করে পৃথিবী গড়ি
ভালোবাসার রঙে অহিংস নীতিতে
মানব বন্ধনের ছবি আঁকি
সবাই মিলে ভালো থাকি।
কবি পরিচিতি:
রিতুনুর জাতীয় পার্টি কার্যনির্বাহী সদস্য, জাতীয় মহিলা পাটির সিনিয়র সহসভাপতি -জাতীয় মহিলা পার্টি।