অপ্সরী ✍জাহির উদ্দিন।

ফোঁটা ফোঁটা বৃষ্টিতে
লাগে না মন কাজে প্রিয়া,
মনের ভিতরে উঠেছে ঝড়
সংগোপনে জেনে নিও।
দূরে, বহু দূরে তুমি,
পাথরটাকে অনুভবে
এই ভাবেই কাছে রেখো!
তুমি বৃষ্টির অপ্সরী হয়ে
আমায় ভিজিয়ে দিও,
আমি সেই শীতলতায়
তোমায় খুঁজে নিবো প্রিয়া,
অদ্ভূত এক বন্ধনে তোমার
ভালোবাসায় পড়েছি ওগো!
ব্যস্ত থাকি আমি,
আমায় এভাবেই ,
আপন করে কাছে রাখো!
আজ এই বৃষ্টি ভেজা
মধুর রাতে ,
দুজনেই ভিজবো প্রিয়া।
আজ তোমার লাজ
দূরে সরিয়ে রেখো!
কবি পরিচিতি
———————
জহির উদ্দিন
স্পেন প্রবাসী
প্রতিষ্ঠাতা ও আহবায়ক
জাতীয় কবি ও সাহিত্যিক পরিষদ ( জাকসাপ)