হাসি” – শোভা হক।
১ min read
খলখলিয়ে খিলখিলিয়ে,অট্ট হাসি,মুচকি হাসি-
হাসতে যে বড্ড ভালবাসি।
যখন দেখি হিংস্রপশুর থাবায় পরে;
যাচ্ছে প্রাণ অনাদরে-
তখন হাসি মানুষ ভেবে লজ্জা পেয়ে।
এক আকাশের নিচে রই
তবু আমি তুমি নই
তখন হাসি কষ্ট পেয়ে।
হিন্দু তুমি, মুসলিম আমি
বৌদ্ধ – খ্রিষ্টান তোমরা ওরা
করছো লড়াই যথাতথা
তখন হাসি,আমার রক্ত ঝড়া।
পাতায় পাতায় করছি শেষ লোক দেখানো বুলির রেষ
ওমুক-তমুক করবো আমি
সঙ্গে আমার থাকলে বেশ
তখন আমার হাসি যেন উপচে পরা উপহাস।
যখন দেখি অনাথ শিশু,চটি-জামা ছেড়ে
গাঁও গ্রামের মেঠোপথে
গান গেয়ে যায় আপন মনে-
তখন আমার আপন হাসি- আনন্দেরই ঢেউয়ের রেষে।