প্রেম নিয়ে যত লুকোচুরি
১ min read
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের নতুন ছবি ‘চান্দামামা দূর কে’। এতে প্রধান চরিত্রে ‘দঙ্গল’র ফাতিমা সানা শেখকে নির্বাচন করা হয়েছিল। কিন্তু তাতে বেঁকে বসেছেন সুশান্ত। এই চরিত্রে তার প্রিয় বান্ধবী কৃতি শ্যাননকেই চান। অথচ এক সময় তাদের বিচ্ছেদ নিয়ে বলিউড সরগরম ছিল। পার্টিতে দেখা হলে একে অপরকে সহ্য করতে পারতেন না। দূরত্ব ছিল অনেকটা আকাশ পাতাল। সেই সুশান্ত-কৃতি শ্যাননের আবার নাকি ভাব হয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আসলে সুশান্ত আর কৃতি এখন জমিয়ে প্রেম করছেন। তাদের প্রেম থেকে নিয়ে আলোচনা থেকে বিরত রাখতেই মূলত ভাঙার গুঞ্জন রটিয়েছেন নিজেরাই। বলা চলে প্রেম নিয়ে দুজনই করছেন যত লুকোচুরি।