রাজধানীতে মালিক সমিতির সিটিং সার্ভিস বন্দ্বের ঘোষনা
১ min read
আগামী ১৫ এপ্রিলের পর থেকে রাজধানীতে সিটিং, গেইটলক কিংবা স্পেশাল সার্ভিস নামে কোনো বাস চলতে পারবে না বলে জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। মঙ্গলবার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে নগর পরিবহনের বিভিন্ন রুটের পরিবহন মালিক এবং পরিবহন কোম্পানির প্রতিনিধিদের নিয়ে এক সভা শেষে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন সংগঠনের মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ। তিনি বলেন, ঢাকা শহরে প্রতিটি বাসকে রুট পারমিট অনুযায়ী চলতে হবে। কোন সিটিং-গেইটলক কিংবা স্পেশাল সার্ভিস নামে চলতে পারবে না। কারণ এসব বাস-মিনিবাসের বিশেষ এসব সার্ভিসের নামে বাড়তি ভাড়া আদায় করা হয়। যাত্রাপথে দাঁড়িয়ে থাকার পরও যাত্রীরা ওঠার সুযোগ পায় না। আগামী ১৫ এপ্রিলের পর যাত্রীদের কাছ থেকে কোনভাবেই অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। ভাড়ার তালিকা বাসের ভেতর দৃশ্যমান স্থানে টানিয়ে রাখতে হবে। ছাদের ওপরে ক্যারিয়ার সাইট অ্যাঙ্গেল ও ভেতরের অতিরিক্ত আসন খুলে ফেলতে হবে। প্রতিটি বাস ও মিনিবাসে নারী ও প্রতিবন্ধীদের জন্য আলাদা আসন সংরক্ষণ করতে হবে। রং চটা, রংবিহীন, জরাজীর্ণ বাস মেরামত করে রাস্তায় নামাতে হবে। এর জন্য একমাস সময় দেওয়া হবে। এসব সিদ্ধান্ত বাস্তবায়নের ভিজিল্যান্স টিম গঠন করা পরিদর্শন করা হবে।