বিএনপি পুরোনো ভাঙা রেকর্ড বাজাচ্ছে :ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে জয়ের পর বিএনপির উচ্ছ্বাস দেখে মনে হচ্ছে তারা সারা দেশ জয় করে ফেলেছে।
তিনি আরো বলেন, ‘তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন জয় কিন্তু নারায়ণগঞ্জ দিয়ে শুরু, কুমিল্লা দিয়ে নয়। দিল্লি বহুদূর।’ আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমণ্ডিতে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘কুমিল্লায় আমাদের মূল লক্ষ্য ছিল নতুন নির্বাচন কমিশনের অধীনে একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করা।’ প্রধানমন্ত্রীর ভারত সফরকালে সম্পাদিত হতে যাওয়া চুক্তি জনসম্মুখে প্রকাশ করা নিয়ে বিএনপির দাবিকে ‘পুরোনো ভাঙা রেকর্ড বাজাচ্ছে বলে’ মন্তব্য করেন তিনি।
একই দিনে বিএনপির তিন মেয়র বরখাস্ত হওয়ার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কোনো মন্ত্রণালয়ের সিদ্ধান্ত থাকতেই পারে। তবে সে বিষয়ে আমাদের সরকারের হাইকমান্ড জানতেন না। রাজনীতিতে এ রকম অনেক ঘটনা ঘটে। এসব ঘটনায় বিব্রত হলে দল এগুবে না, পেছনে হাঁটবে।