পাসপোর্ট পাওয়া সব নাগরিকের অধিকার
১ min read
নতুন আলো নিউজ ডেস্ক :পাসপোর্ট পাওয়া সব নাগরিকের অধিকার
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘পাসপোর্ট পাওয়া সব নাগরিকের অধিকার। সরকার এ অধিকার ও সেবা মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে।’
আজ বৃহস্পতিবার সচিবালয়ে দেশের ৬৯তম পাসপোর্ট অফিসের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সচিবালয়ে পাসপোর্ট অফিস চালু হওয়ায় এখানকার কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত সেবা নিতে পারবেন।’
মন্ত্রী আরো বলেন, শুধু পাসপোর্ট সেবাই নয়, সরকার জনগণকে সেবা দিতে আরো কিছু প্রকল্প হাতে নিয়েছে। এ কারণে আমরা প্রতিটি জেলায় পাসপোর্ট অফিস করছি। ঢাকা ক্যান্টনমেন্টেও একটি অফিস করেছি।
পাসপোর্ট অফিস উদ্বোধন কার্যক্রমের অংশ হিসেবে চারজন কর্মকর্তাকে পাসপোর্ট তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।