গাজীপুরে পুলিশের সোর্সকে গলাকেটে হত্যা
১ min read
নতুন আলো নিউজ ডেস্ক : গাজীপুর সিটি করপোরেশনের দেওলিয়াবাড়ি পেয়ারা বাগান এলাকায় আল আমিন (২২) নামে পুলিশের এক সোর্সকে একদল জুয়ারি গলাকেটে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। জয়দেবপুর থানার কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন এ খবর নিশ্চিত করেছেন।
আল আমিন জামালপুরের বকশিগঞ্জ উপজেলার সাধুপুর এলাকার আবুল কাশেম মোল্লার ছেলে।
এএসআই আনোয়ার হোসেন জানান, আল আমিনের সঙ্গে তার সখ্যতা ছিলো। সে কোনাবাড়ি পুলিশ ক্যাম্পে নানান সময় অপরাধীদের তথ্য এনে দিতো। শুক্রবার দুপুরে তার নির্দেশে আল আমিন দেওলিয়াবাড়ি এলাকায় জুয়ার আসরের খবর নিতে যায়। এতে জুয়ারিরা তাকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়।
তিনি আরও জানান, আল আমিনের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি বলেও জানান তিনি।
পুলিশের ধারণা, পূর্ব বিবাদের জের ধরে আল আমিনকে হত্যা করা হয়েছে।
কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আসাদ হোসেন জানান, আল আমিন তাদের ক্যাম্পের সোর্স ছিলো না। সে মূলত এএসআই আনোয়ার হোসেনের ব্যক্তিগত সোর্স ছিলো।