জগন্নাথপুর বাজার বনিক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আফসর, সাধারন সম্পাদক জুনেদ

নতুন আলো নিউজ ডেস্ক : শান্তিপূর্ন পরিবেশে জগন্নাথপুর বাজার বনিক সমিতির নিবার্চন সম্পন্ন হয়েছে। সোমবার অনুষ্টিত নির্বাচনে সভাপতি পদে আফসর উদ্দিন ভূইয়া চেয়ার প্রতিকে ৩৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস সোবহান ঘড়ি প্রতীকে ৯৩ ভোট পেয়েছেন। সাধারন সম্পাদক পদে জুনেদ আহমদ ভূইয়া আনারস প্রতীকে ২১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাংবাদিক তাজউদ্দিন আহমদ ফুটবল প্রতীকে ২১২ ভোট পেয়েছেন। এছাড়া যুগ্ন সম্পাদক পদে আনোয়ার হোসেন আনর ডাব প্রতীকে ২২০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সামছুল হক হরিণ প্রতীকে ২১০ ভোট পেয়েছেন।
সকাল ৮টা বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ৪৬৪টি। কাষ্টিং হয়েছে ৪৩৫ টি ভোট।
জগন্নাথপুর বাজার বনিক সমিতির নির্বাচন কমিশনার ডাঃ আব্দুল আহাদ বলেন সুষ্টু সুন্দর পরিবেশে শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে আফসর উদ্দিন, সাধারন সম্পাদক পদে জুনেদ আহমদ ভূইয়া ও যুগ্ম সম্পাদক পদে আনোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন।