ওয়ানডে খেলে যেতে চাই: মাশরাফি
১ min read
নতুন আলো নিউজ ডেস্ক: টেস্ট ও টি-টেয়োন্টিকে বিদায় জানালেও ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা।
সম্প্রতি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে একটি সাক্ষাতকার দেন মাশরাফি। তার এ সাক্ষাৎকারটি সোমবার প্রকাশিত হয়।
ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাতকারে মাশরাফি বলেন ‘আমি ওয়ানডে ক্রিকেট আরো কিছুদিন খেলে যেতে চাই। ওয়ানডে র্যাঙ্কিংয়ে আমরা ১০ থেকে সাতে এসেছি। এটি খেলোয়াড়দের পারফরম্যান্সে কারণে সম্ভব হয়েছে। আমি ওয়ানডে উপভোগ করছি এবং একটা সময় পর্যন্ত তা চালিয়ে যেতে চাই। আশা করছি আমি খেলা চালিয়ে যেতে পারব।’
শ্রীলঙ্কা সফরে মাশরাফি টি-টোয়েন্টি ফরমেট থেকে অবসর নেয়ার ঘোষণা দেন।