আবার বিয়ের পিঁড়িতে বসছেন জাপার এমপি ও সাবেক মহাসচিব বাবলু

আবার বিয়ের পিঁড়িতে বসছেন জাতীয় পার্টির (জাপা) এমপি ও সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। কনে জাপা চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের ভাগনি মেহেজেবুননেছা রহমান টুম্পা। আগামি ২১ এপ্রিল তারা বিয়ে করছেন। দলীয় ও পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বাবলুর প্রথম স্ত্রী ফরিদা সরকার ক্যানসারে আক্রান্ত হয়ে ২০০৫ সালে মারা যান। এরশাদের উদ্যোগেই জিয়াউদ্দিন বাবলু দ্বিতীয় বিয়ে করছেন। হবু স্ত্রী মেহেজেবুননেছা রহমান সাউথ ইস্ট ইউনিভার্সিটির শিক্ষক। প্রথম সংসারে তার এক মেয়ে ও এক ছেলে রয়েছে। তার মা মেরিনা রহমান সংরক্ষিত নারী আসনের এমপি। ঘরোয়াভাবে এ বিয়ে অনুষ্ঠান হবে। ২১ এপ্রিল সকালে বারিধারায় এরশাদের প্রেসিডেন্ট পার্কের বাসায় আক্দ এবং সন্ধ্যায় গুলশানের একটি রেস্টুরেন্টে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।