হাউলি ইউনিয়ন পরিষদ নির্বাচন আবারও স্থগিত
১ min read
নতুন আলো নিউজ ডেস্ক : মাত্র দুই দিন বাকি থাকতে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়ন পরিষদ নির্বাচন আবারও স্থগিত করা হয়েছে। এ ঘটনায় প্রার্থীসহ সাধারণ ভোটাররা বর্তমান চেয়ারম্যানের ওপর ক্ষুব্ধ হয়েছেন বলে জানা গেছে।
নির্বাচনি স্থগিতাদেশ সুত্রে জানা গেছে, জেলার দামুড়হুদা উপজেলা হাউলি ইউনিয়নের নির্বাচনি এলাকার লোকনাথপুর গ্রামের মৃত আকরাম আলীর ছেলে আকবার আলী নির্বাচনি এলাকা বিভাজন করার জন্য সুপ্রিম কোটে আবেদন করেন। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকালে আদালত উক্ত ইউনিয়ন পরিষদ নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করেন।
১৬ এপ্রিল হাউলি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সকল প্রস্তুস্তি সম্পন্ন হওয়ার পর এভাবে নির্বাচনের শেষ মুহুর্তে নির্বাচন স্থগিত হওয়ায় প্রার্থীসহ এলাকার সাধারণ ভোটাররা ক্ষোভে ফেটে পড়েন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও রিটার্নিং অফিসার বিকাশ কুমার সাহা সন্ধায় হাউলি ইউনিয়নের সকল নির্বাচনী কার্যক্রম স্থগিত ঘোষণা করেন।
উল্লেখ্য, এর আগে গত বছরের ২৮ মে দামুড়হুদার সকল ইউনিয়ন পরিষদে নির্বাচন হলেও একইভাবে ২৫ মে দামুড়হুদার হাউলি ও পারকৃষ্ণপুর-মদনা ইউপি নির্বাচন স্থগিত হয়ে যায়। তখন দামুড়হুদার জয়রামপুর গ্রামের ইউনুছ আলী মোল্লা ওরফে নুনু মোল্লার নির্বাচনি এলাকা বিভাজনের দাবিতে হাইকোর্টে রিট আবেদন করেন। এর প্রেক্ষিতে নির্বাচন স্থগিত করা হয়।