নিজস্ব প্রতিবেদক ::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের বিভিন্ন হাওরেধান পচে পানিতে বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয়েছে। ফলে মরে যাচ্ছে মাছ। মঙ্গলবার (১৮ এপ্রিল) মৎস্য অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা নলুয়া, মইয়ার, পিংলার হাওর ও নলজুর নদীসহ উপজেলার বিভিন্ন হাওর পরির্দশন করে চুন ও ঔষধ প্রয়োগ করেছেন।
কৃষি ও মৎস্য অফিস সূত্রে জানা যায়, গত ৩ দিনে ধরে সুনামগঞ্জ জেলার বিভিন্ন হাওরসহ জগন্নাথপুরের বিভিন্ন হাওরের ধান পঁচে এমোনিয়া গ্যাসের সৃষ্টি হয়েছে। এই গ্যাসে আক্রান্ত হয়ে প্রায় ৫.২৫ মেট্রিক টন বিভিন্ন জাতের মাছ মরে গেছে। এমন অবস্থাও আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) দেখা গেছে। হাওরের পানি ঘন থাকায় মাছ অক্সিজেন পাচ্ছেনা। ফলে অক্সিজেনের অভাবে মাছ মরতে হয়। তবে মাছ সংরক্ষনের স্বার্থে মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন হাওরে চুন ও ঔষধ প্রয়োগ করা হয়েছে।
হাওর পরির্দশন ও চুন এবং ঔষধ প্রয়োগকালে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগের মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মোশায়েফ হোসেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মুহাম্মদ মাসুম বিল্লাহ, সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শংকর রঞ্জন দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুল কাইয়ুম প্রমুখ।