প্রেসিডেন্ট ট্রাম্প ভয়ঙ্কর মানসিক রোগী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভয়ঙ্কর মানসিক রোগে আক্রান্ত এবং তিনি প্রেসিডেন্ট হিসেবে দেশের নেতৃত্ব দেয়ার উপযুক্ত নন বলে জানিয়েছেন মনোরোগ বিশেষজ্ঞদের একটি দল। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার ইয়েল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত সম্মেলনে মনোরোগ বিশেষজ্ঞদের ওই দলটি ডোনাল্ড ট্রাম্পকে মানসিক রোগী হিসেবে অভিহিত করেন।
‘ডিউটি টু ওয়ার্ন’ নামে মনোরোগ বিশেষজ্ঞদের বিখ্যাত সংগঠনের কয়েক ডজন বিশেষজ্ঞ মনে করেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মস্তিষ্ক বিকৃতি ও বিভ্রমে ভয়ঙ্করভাবে আক্রান্ত এবং তার এই মানসিক অবস্থা সম্পর্কে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সচেতন করা তাদের নৈতিক দায়িত্ব। সম্মেলনে বিশেষজ্ঞরা বলেছেন, অভিষেক অনুষ্ঠানে সবচেয়ে বড় লোকসমাগম হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট যে মন্তব্য করেছিলেন তা ছিল অন্যান্য ইস্যুর মতো ভবিষ্যতের বিরাট সমস্যার একটি সতর্কবার্তা।
সম্মেলনে বিশেষজ্ঞদের মধ্যে ছিলেন ডিউটি টু ওয়ার্ন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও জন হপকিনস ইউনিভার্সিটি মেডিকেল স্কুলের আবাসিক মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর জন গার্টনার।