কানাডায় বাংলাদেশি তরুণ ফাহমির লাশ উদ্ধার
১ min readকানাডার টরন্টো থেকে বাংলাদেশি এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম ফাহমি আরিফ রহমান (২১)।
পুলিশ জানায়, স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে টরন্টোর সুগার বিচ-সংলগ্ন এলাকা থেকে ফাহমির লাশ উদ্ধার করা হয়।
বিভিন্ন সূত্র জানায়, গত ফেব্রুয়ারিতে নিখোঁজ হন ফাহমি। তাঁকে কানাডার বিভিন্ন স্থানে খোঁজ করা হচ্ছিল। গণমাধ্যমেও তাঁর নিখোঁজ হওয়ার খবর প্রচারিত হয়।
ফাহমি বিষণ্নতায় ভুগছিলেন বলে জানা যায়। এ জন্য তিনি চিকিৎসাও নিয়েছিলেন।
টরন্টো সংবাদদাতা মাহবুবুল হক ওসমানী জানান, টরন্টোর সাবিনা রহমান ও আরিফ রহমান দম্পতির ছেলে ফাহমি। তাঁর লাশ উদ্ধারের ঘটনায় কানাডার বাংলাদেশি কমিউনিটিতে শোক নেমে এসেছে।