রামপাল কয়লাবিদ্যুৎ প্রকল্প জনবিরোধী কাজ: বি. চৌধুরী
১ min read
নতুন আলো নিউজ ডেস্ক:সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার চেয়ারম্যান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, রামপাল কয়লাবিদ্যুৎ প্রকল্প জনবিরোধী কাজ। আওয়ামী লীগ জনগণের সঙ্গে থাকার বেশি দাবি করে। তাই তাদের প্রমাণ করতে হবে, জনবিরোধী কাজে তারা নেই। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র-সুন্দরবনের জীববৈচিত্র্যের ওপর প্রভাব’ শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘সেভ দ্য সুন্দরবন’ ফাউন্ডেশন। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘শেষবারের মতো বলব, এ বিষয়ে সংশ্লিষ্টদের কথাগুলো শুনুন।’ তিনি আরো বলেন, ‘সরকার বোঝে না, তাদের বোঝাতে হবে। সোজা কথা, বাংলাদেশে কয়লাবিদ্যুৎ হবে না।’ গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘এত কিছু বলার পরও সরকারের কানে ঢুকছে না। আসলে কেউ জেগে ঘুমালে জাগানো যায় না। এই জাগানোর জন্য চেষ্টা করতে হবে।’ বিএনপিকেও জাগানোর দরকার আছে বলে মন্তব্য করেন তিনি। জাফরুল্লাহ চৌধুরী অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে ভারত বিজয় হয়নি। কিন্তু ফিরে এসে হেফাজত বিজয় করেছেন। এটা রামপালের মতো আরেকটি বিপর্যয় যেন ডেকে না আনতে পারে, সে জন্য সবাইকে সতর্ক হতে হবে। ‘সেভ দ্য সুন্দরবন’ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ ফরিদুল ইসলামের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মো. ইব্রাহিম, গণমোর্চার প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ।
ভারত, রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন এরদোগান
রামপাল কয়লাবিদ্যুৎ প্রকল্প জনবিরোধী কাজ: বি. চৌধুরী
রাজধানীতে অভিযানে আটক ৪৪
চিত্রনায়িকা শাবনূর অসুস্থ
চীন-ভারত উত্তেজনা চরমে, কাশ্মীরের অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য চীনকে দায়ী
ভয়ানক নারী ডন দীপিকা
হাওরপাড়ের বাসিন্দাদের আহাজারি বেড়েই চলেছে
রানাপ্লাজার ৪২ শতাংশ শ্রমিক এখনো কর্মসংস্থানে যেতে পারেনি
ক্রিকেটারদের ৩০ শতাংশ বেতন বৃদ্ধি, সর্বোচ্চ বেতন মুশফিকের
প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়ন করতেই কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দান: স্বরাষ্ট্রমন্ত্রী
শহীদ মিনার প্রাঙ্গণে শ্রদ্ধা শেষে লাকী আখন্দের মরদেহ ঢাবিতে
আফগানিস্তানে সেনা ঘাঁটিতে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪০
লাকী আখন্দের মরদেহ শহীদ মিনার প্রাঙ্গণে
সচিব জানালেন দুর্গত ঘোষণা করতে অর্ধেক লোক মরতে হবে
পাক-ভারত সম্পর্ক ‘কোমায়’!