চালককে খুন করে মোটরসাইকেল ছিনতাই

ময়মনসিংহের ধোবাউড়ায় মিরাশ উদ্দিন (২৫) নামে এক চালককে গলা কেটে হত্যার পর তার মোটরসাইকেল নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাতে উপজেলার লাঙ্গলজোড়া চৌরাস্তার পাশে এ ঘটনা ঘটে।
মিরাশ উদ্দিন ঘোঁষগাঁও গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
স্থানীয়রা জানায়, মিরাশ ঘোঁষগাঁও বাজার থেকে দু’জন যাত্রীকে নিয়ে ধোবাউড়ার উদ্দেশ্যে রওনা দেন। লাঙ্গলজোড়া চৌরাস্তা অতিক্রম করার পর তাকে হত্যা করে যাত্রীবেশী দুর্বৃত্তরা।
ধোবাউড়া থানার ওসি শওকত আলম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।