আগামীকাল সোমবার- ২৪শে এপ্রিল থেকে ব্রিটেনে মোটর স্পিডিং জরিমানা আইনের নতুন পরিবর্তন কার্যকর হতে যাচ্ছে। তিন ধরনের জরিমানা এবং পার্সেন্টেজ ভিত্তিতে কার্যকরের যে বিষয়গুলো আপনাকে জানতে হবে।
ড্রাইভারদের মোটর স্পিডিং আইন লঙ্ঘনের দায়ে বেতনের ১৭৫ পার্সেন্ট মেজর অফেন্সিভ অথবা মাইনর আইন লঙ্ঘনের দায়ে বেতনের ৫০ পার্সেন্ট পর্যন্ত চার্জ দিতে হবে।
মাইনর এর ক্ষেত্রে ১,০০০ আর মেজর ক্ষেত্রে ২,৫০০ পাউন্ড পর্যন্ত ক্যাপ রাখা হয়েছে।
এ ব্যান্ড এর ক্ষেত্রে মাইনর অফেন্স, যা ০১ থেকে ১০ মাইল –ড্রাইভার ৩০ মাইল স্পিড জোনের মধ্যে ৩১ থেকে ৪০ মাইল স্পিড পর্যন্ত চার্জ করা হবে বেতনের ২৫ থেকে ৭৫ পার্সেন্ট
ড্রাইভার যারা নির্ধারিত স্পিডের অতিরিক্ত স্পিড ক্রস করবে ১১ থেকে ২০ মাইল তাদেরকে ৭৫ থেকে ১২৫ পার্সেন্ট চার্জ করা হবে বেতন থেকে
মেজর অফেন্সের ক্ষেত্রে যারা ২২ মাইল পর্যন্ত স্পিড অতিক্রম করবে তাদের সাপ্তাহিক বেতনের ১২৫ থেকে ১৭৫ পার্সেন্ট চার্জ করা হবে
ব্যান্ড এ অফেন্ডার তিনটি প্যানাল্টি, ব্যান্ড বি চার থেকে ছয় প্যানাল্টি, ব্যান্ড সি ছয় পয়েন্ট প্যানাল্টি বিধান
যে কোন ড্রাইভার ব্যান্ড সি লাইসেন্স দুই বছর হলে একেবারেই লাইসেন্স হারাবেন এবং তাৎক্ষনিকভাবে নিষিদ্ধ হবেন
কাউন্সিলের ওয়েব সাইটে আরো বলা হয়েছে, মোটরিস্ট স্পিড লিমিট গ্রস অতিক্রম করলে ৫৬ দিন পর্যন্ত নিষিদ্ধ
ড্রাইভারদেরকে স্পিড লিমিট এবং চার্জ ক্ষেত্রে দায়িত্ব সচেতন এবং রেসপেক্ট করার আহবানও রয়েছে
সেন্টেন্স কাউন্সিল এর ওয়েব সাইটে সকল ধরনের ফি চার্জ এবং বিভিন্ন ক্যাটাগরির স্পিড লিমিট ও অফেন্সের এবং সাপ্তাহিক বেতন চার্জ এর পার্সেন্টেজ উল্লেখ রয়েছে।
আবার প্রথমবারের মতো আইন লঙ্ঘন করলে স্পিড এওয়ারনেস কোর্সের আগের নিয়ম বলবত থাকছে, তবে কোনভাবে দ্বিতীয়বার এর ক্ষেত্রে নয়
গ্রিন ফ্ল্যাগের এর মতে ব্রিটেনে স্পিডিং লিমিট এর ক্ষেত্রে ক্লাম্পিং ডাউন ৪৪ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে গত পাচ বছর সময়ের মধ্যে।