সারাদেশে সরকারীকরণের জন্য চূড়ান্ত হলো ২৮৫ কলেজ
১ min readনতুন আলো নিউজ ডেস্ক:দেশব্যাপী মোট ২৮৫টি বেসরকারি কলেজকে সরকারি করার জন্য চুড়ান্তভাবে তালিকাভুক্ত করেছে সরকার। এ জন্য ওই সব কলেজের স্থাবর-অস্থাবর সম্পত্তি সরকারের কাছে হস্তান্তরের নির্দেশও দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
জানা গেছে, মন্ত্রণালয় এক আদেশে জরুরি ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সচিবের বরাবর রেজিস্ট্রি করা দানপত্র দলিল (ডিড অব গিফট) পাঠাতে নির্দেশ দিয়েছে। সকল কলেজের অধ্যক্ষ, সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) এ নির্দেশ দেয়া হয়েছে। এর আগে সরকারের শীর্ষ পর্যায় থেকে এসব কলেজ সরকারি করতে সম্মতি দেয়া হয়। শিক্ষা মন্ত্রণালয় ও মাউশি অধিদফতরের কর্মকর্তরা বলছেন, যেসব উপজেলায় সরকারি কলেজ নেই, সেগুলোতে একটি করে কলেজ সরকারি করার পরিকল্পনার অংশ হিসেবে এ সিদ্ধান্ত হয়েছে। এসব কলেজের আত্তীকৃত হওয়া শিক্ষকেরা আপাতত অন্য কলেজে বদলি হতে পারবেন না। বর্তমানে সরকারি কলেজ ৩২৭টি। নতুনগুলো সরকারি হওয়ার পর মোট সংখ্যা দাঁড়াবে ছয় শতাধিক।শিক্ষাবিদরা বলছেন, শিক্ষার বিস্তারে এবং শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ মসৃণ করবে সরকারের এই উদ্যোগ।