জগন্নাথপুরে রানীগঞ্জ ইউনিয়নের দুর্গত মানুষদের মধ্যে নগদ অর্থ বিতরণ

নিজস্ব প্রতিবেদক:: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় রানীগঞ্জ ইউনিয়নের আজ (২৬ এপ্রিল) বুধবার বোরো ফসল ও মাছ হারানো দুর্গত মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে জগন্নাথপুর উপজেলা ত্রাণ অফিস। রানীগঞ্জ ইউনিয়নের বিভিন্ন হাওরে ফসল হারানো ১০০ জন কৃষকের মাঝে ৪০০ টাকা করে তুলে দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল গফুর,ইউনিয়নের সদস্যা মোছা: রোকসানা বেগম,মোছা: এলাছি বিবি,মোছা: আম্বিয়া বেগম।সদস্য মো: মাহমুদ মিয়া,মো:বজলু মিয়া,মো:তেরা মিয়া,মো:ইছরাক আলী,আবুল কাসেম,মো:মিলাদ মিয়া,মো: মুকিত মিয়া,মো: আবদুল জলিল,উপ সহকারী ভূমি কর্মকর্তা কৃঞ্চ কান্ত দাস,এন জি ও প্রতিনিধি (ব্লাসট) শরিফুল ইসলাম,সমাজ সেবক ডা:ছদরুল ইসলাম,ইমাম মাওলানা জিয়া উদ্দিন,পি.জি.পি নিউজ ২৪ ডটকমের সম্পাদক গোলাম সারোয়ার প্রমুখ।