যুক্তরাজ্যেই আবারও সংবর্ধিত হলেন ইউপি চেয়ারম্যান তৈয়ব কামালী
১ min read
নিজস্ব প্রতিবেদক::সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার(২৪ এপ্রিল) সন্ধ্যায় লন্ডন শহরের ব্রিকলেন এলাকায় সোনার গাঁও রেস্টুরেন্টে পূর্ব বুধরাইল আটঘর আউদত গ্রাম উন্নয়ন সংস্থা ইউকের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর-শাহারপাড়া ইউপির চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী।
সমাজ সেবক শেখ ফারুক আহমদ’র সভাপতিত্বে ও সমাজ সেবক মখলিছ মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, রাজনীতিবীদ শেখ আব্দুল খালিক, বিশিস্ট সাংবাদিক আবু সুফিয়ান, বিশিস্ট সাংবাদিক মতিয়ার চৌধুরী, জগন্নাথপুর উন্নয়ন সংস্থার সভাপতি তরুন শিক্ষানুরাগী তাহের কামলী, সমাজ সেবক সৈয়দ জিলু মিয়া, খালেদ কামলী ও মালিক মিয়া প্রমূখ। এসময় সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকার বিশিস্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ- গত ১৩ এপ্রিল তাঁকে সান্ডারল্যান্ড বাংলাদেশ ইন্টারনেশনাল সেন্টারের উদ্যোগে সংবর্ধনাও প্রদান করা হয়েছিল।