টাঙ্গাইলে যাত্রিবাহী বাস খাদে পড়ে নিহত ৭, আহত ৩০
নতুন আলো নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রিবাহী বাস উল্টে খাদে পড়ে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ৩০ আহত হবার খবর পাওয়া গেছে। টাঙ্গাইলের পুলিশ সুপার এ তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলম বলেন, ঢাকা থেকে ধনবাড়ীগামী বিনিময় পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঘাটাইল পৌর এলাকার গুনগ্রাম এলাকায় পৌঁছলে অারেকটি গাড়িকে অতিক্রম করতে গিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হয়। আহত হয় আরো ৩০ জন। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম পরিচয় জানা যায়নি। স্থানীয় ফায়ার সার্ভিস দল ও পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে বলে তিনি জানিয়েছেন।