খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের অদূরে ককটেল বিস্ফোরণ
নতুন আলো নিউজ ডেস্ক:রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ের অদূরে দুর্বৃত্তরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে খালেদা জিয়া নিজের বাসভবন থেকে কার্যালয়ের দিকে আসার সময় ৮৬ নম্বর সড়কের উত্তর প্রান্তে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ককটেল বিস্ফোরিত হওয়া স্থানের অদূরে ৮৬ নম্বর সড়কের মাঝামাঝিতেই খালেদা জিয়ার কার্যালয়। প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থলে থাকা রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সদস্যরাও এ তথ্য জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানান, দুটি ককটেল বিস্ফোরণ হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পুলিশ এবং র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতোমধ্যে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন।