আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ কমিটির সদস্য হলেন মুমতাহীনা রীতু

নতুন আলো নিউজ ডেস্ক:আবারো বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য হয়েছেন মুমতাহীনা রীতু। গত শনিবার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কমিটিতে স্বাক্ষর করেন।
বুধবার (৩ মে) ধানমন্ডির দলীয় কার্যালয়ে এ কমিটির অভিষেক অনুষ্ঠিত হবে। মুমতাহীনা রীতু প্রয়াত জাতীয় নেতা আবদুস সামাদ আজাদের পুত্রবধু ও আজিজুস সামাদ ডনের সহধর্মিনী।
উল্লেখ্য, গত বছরের ১১ এপ্রিল সোমবার বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলের প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়েছিল। সেখানে প্রচার ও প্রকাশনা উপ পরিষদের সদস্য হয়েছিলেন মুমতাহিনা রীতু।