সিলেটে ধান ভাঙানোর মেশিনে শাড়ি পেঁচিয়ে নারীর মৃত্যু
নতুন আলো নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে গতকাল শুক্রবার ধান ভাঙানোর মেশিনে শাড়ি পেঁচিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সকালে বাড়ির পাশের মিলে ধান ভাঙাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনোয়ারা বেগম (৬৫) উপজেলার মুসলিমনগর গ্রামের ইসমাইল মিয়ার স্ত্রী।
গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর হোসেন সরদার মানবকণ্ঠকে জানান, গতকাল সকালে বাড়ির পাশের মিলে ধান ভাঙাতে নিয়ে যান মনোয়ারা। এ সময় অসাবধানবশত তার পরনের শাড়ির আঁচল মিলের বেল্টের সঙ্গে পেঁচিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।