শান্তিপূর্ণ সহ-অবস্থান সৃষ্টি না হলে বাংলাদেশের ক্ষতি হবে: মঈন খান
১ min read
নতুন আলো নিউজ ডেস্ক:যদি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন না হয়, তাহলে সেই নির্বাচন অর্থহীন।শান্তিপূর্ণ সহ-অবস্থান সৃষ্টি না হলে বাংলাদেশের বড় ক্ষতি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। শনিবার দুপুরে লক্ষ্মীপুর জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব এ কথা বলেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগের জন্ম তো ক্যান্টনমেন্টে হয়নি, তাহলে গণতান্ত্রিক পরিবেশে জন্ম নিয়ে তারা কেন বাকশাল শাসন কায়েম করেছিল। বিএনপির এই নেতা বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়ার নির্দেশে আমরা গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এ স্বৈরাচারী সরকারকে অপসারণ করে দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব।’ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভূঁইয়ার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন চেয়ারপারসনের উপদেষ্টা আইনজীবী সৈয়দ মোহাম্মদ শামছুল আলম, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন, লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য সাইমুন বেগম, কেন্দ্রীয় বিএনপির সহসম্পাদক ফেরদৌস আহমেদ খোকন, সহসাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু।