গ্রেটার বড়লেখা ওয়েলফেয়ার এসোসিয়েশন যুক্তরাজ্যর সভা অনুষ্ঠিত

নতুন আলো নিউজ ডেস্ক :অদ্যরোজ সোমবার ০৮/০৫/২০১৭ ইং তারিখে গ্রেটার বড়লেখা ওয়েলফেয়ার এসোসিয়েশন যুক্তরাজ্যর উদ্যোগে এক সাধারন সভার আয়োজন করা হয় হোয়াট চ্যাপল ডেবেন্যান্ট স্ট্টিটে আটলান্টিক লন্ডন ৷ এসোসিয়েশনের সভাপতি আছাদ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ফখরুল ইসলাম জীবন এবং সোহেল আহমেদের যৌথ পরিচালনায় সাধারন সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন সংগঠনের যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ আলী ৷
উক্ত সাধারন সভায় গ্রেটার বড়লেখা ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রত্যেক কার্যনির্বাহী সদস্যরা খোলামেলা অালোচনায় অংশ নেন ৷
আলোচনায় অনেক গুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মধ্যে দুইটি সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া হয় ৷ উল্লেখ যোগ্য সিদ্ধান্ত হলো গ্রেটার বড়লেখা ওয়েলফেয়ার এসোসিয়েশনের ৫তম বার্ষিকী সম্মেলন আগামী ১৫/০১/২০১৮ ইং রোজ সোমবার ধার্য করা হয় ৷পাশাপাশি মাহে রমজানের ইফতার মাহফিল অনুষ্টিত হবে ০৫/০৬/২০১৭ইং রোজ সোমবার ব্রিকলেইন সোনার গাঁ রেষ্টুরেন্টে ৷ উক্ত ইফতার মাহফিলে বড়লেখার সকল বৃটেন প্রবাসি ভাই ও বোনদের সবাইকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে ৷
মনোমুগ্ধকর আলোচনায় প্রথমে অংশ নেন এসোসিয়েশের নির্বাহী সদস্য ফয়সল রহমান, কোষাদক্ষ তাজ উদ্দিন (তাজন)সহ সভাপতি কে এন নাসের,সহসভাপতি কামরুল ইসলাম, সহসভাপতি মিফতা উদ্দিন চৌধুরী প্রিন্স,সহসভাপতি আজিম উদ্দিন,যুগ্মসাধারন সম্পাদক জুসেল আহমেদ,সহ সাধারন সম্পাদক জালাল মিয়া,সহ কোষাদক্ষ ময়নুল ইসলাম,প্রচার সম্পাদক রুনু মিয়া,দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ,অন্যতম সদস্য আব্দুস সামাদ রাজু, শামিম আহমেদ,আব্দুল মালিক,আব্দুল মোমিন বেলাল প্রমূখ ৷