লন্ডনে শাহ কামাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান সংবর্ধিত

নতুন আলো নিউজ ডেস্ক :শাহারপাড়া শাহকামাল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা শিক্ষক ও বর্তমান প্রধান শিক্ষক জনাব আতাউর রহমান কামালীর সম্মানে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
বিশিষ্ট কমিউনিটি নেতা মীর্জা নিকসন এর সভাপতিত্বে ও বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মোহাম্মদ আবুল হোসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন আব্দুর রাহিম,জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক শরিফুল ইসলাম ,চান্দ ভরাং উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি তুরন মিয়া, জগন্নাথপুর উন্নয়ন সংস্থার সহ সভাপতি আব্দুল হামিদ খান হেভেন ,নতুন আলো নিউজ 24 পত্রিকার সম্পাদক আওলাদ হোসেন, সান্ডারল্যান্ড বাংলা স্কুলের শিক্ষক মির্জা রায়হান, শেখ ফারুক ,শেখ আব্দুল খালিক, আব্দুল মমিন, সৈয়দ রুপন আলী, রেদওয়ান খান ,আব্দুর রহমান ,মকুট মিয়া ,মুজাহিদ আলী সুমন ,শাহেদ আহমদ প্রিন্স ,কয়েস আহমদ ও আব্দুর মনিম প্রমুখ ।
সভায় বক্তারা হাজার হাজার মানুষ গড়ার কারিগর আতাউর রহমান কামালীর বর্ণাঢ্য জীবনের উপর দীর্ঘ আলোচনা করেন এবং উনার দীর্ঘায়ু কামনা করেন ।