বহুল আলোচিত বনানীর ধর্ষণ মামলার আসামি সাফাত ও সাদমান সিলেট থেকে গ্রেপ্তার
১ min read
নতুন আলো নিউজ ডেস্ক :বহুল আলোচিত রাজধানীর বনানীর রেইনটি হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় আসামী সাফাত আহমেদ ও সাদমান সাকিফকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে সিলেট নগরীর একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা। তিনি জানান- বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে সিলেট নগরীর পাঠানটুলাস্থ রশীদ ভিলা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ঢাকা থেকে আসা পুলিশ সদর দপ্তরের একটি গোয়েন্দা দল ও সিলেট মহানগর পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়া হয়েছে বলেও তিনি জানান। প্রসঙ্গত, গত ২৮ মার্চ রাতে রাজধানীর বনানীর দি রেইনটি হোটেলে পূর্ব পরিচিত শাফাত আহমেদের জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে রাতভর ধর্ষণের শিকার হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী। ওই ঘটনায় গত শনিবার আপন জুয়েলার্সের অন্যতম কর্ণধার দিলদার আহমেদের ছেলে শাফাত আহমেদ ও রেগনাম গ্রুপের পরিচালক সাদমান সাকিফসহ পাঁচজনকে আসামী করে মামলা দায়ের করা হয়। মামলার অপর তিন আসামি হলেন ই-মেকার্স ইভেন্ট ম্যানেজমেন্টের পরিচালক নাঈম আশরাফ, শাফাতের গাড়ি চালক বিল্লাল এবং তার দেহরক্ষী আবুল কালাম আজাদ।