শুক্রবার মিশা-জায়েদের শপথ অনুষ্ঠান
১ min read
নতুন আলো নিউজ ডেস্ক :বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নতুন সভাপতি পদে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান নির্বাচিত হয়েছেন। গত ৫ মে শুক্রবার রাতে ভোট গণনা শেষে নির্বাচন কমিশন থেকে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। শুক্রবার (১২ মে) বিকেল সাড়ে ৪টায় বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবে নবনির্বাচিত কমিটি শপথ গ্রহণ করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর। প্রাথমিকভাবে নির্বাচনের ফলাফল জানানো হয়েছে। আগামী ১১ মে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলেও জানান মনতাজুর রহমান আকবর। ২১টি পদের বিপরীতে এবার ৫৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ৬২৪ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৫৫৮ জন। গত শুক্রবার সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচিত নতুন কমিটির সদস্যরা হলেন সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, সহসভাপতি রিয়াজ ও নাদের খান, সহসাধারণ সম্পাদক আরমান, সাংগঠনিক সম্পাদক সুব্রত, আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক মামনুন ইমন। এছাড়া দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন, কোষাধ্যক্ষ কমল, কার্যনির্বাহী পরিষদের সদস্য অঞ্জনা, পপি, পূর্ণিমা, ফেরদৌস, মৌসুমী, আলীরাজ, জেসমিন, নাসরিন, রোজিনা, নানা শাহ ও সাইমন সাদিক।