বার্মিংহামে জগন্নাথ পুর চ্যারিটেবল ট্রাষ্টের কার্যকরি কমিটি ঘোষণা
নতুন আলো নিউজ ডেস্ক :সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহী জগন্নাথপুর উপজেলার বার্মিংহামে অবস্থিত জগন্নাথপুর কমিউনিটির নেতৃবৃন্দের উদ্দ্যোগে আর্তমানবতার কল্যাণে দরিদ্রতা বিমোচনে এবং গরীব অসহায় মানুষের সাহায্যাতে ভুমিকা পালনের অঙ্গীকার নিয়ে বার্মিংহামে জগন্নাথপুর চ্যারিটেবল ট্রাষ্টের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে
সভাপতি শাহ আব্দুল মতিন,সহ সভাপতি জয়নাল হোসাইন,আলাউর রহমান (রাজু),রুমেল আহমদ ,
সাধারণ সম্পাদক চুনু মিয়া,সহ সাধারণ সম্পাদক শিবুল মিয়া,
কোষাধক্ষ্য আছকর উদ্দিন দুলু,সহ কোষাধক্ষ্য সোহেল মিয়া,সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন,শিষ্কা ও সাংস্কূতিক সম্পাদক মিফতা মজুমদার,প্রচার সম্পাদক মাহবুব আলম,সমাজ কল্যান সম্পাদক মিজানুর রহমান,
সদস্য বৃন্দ হাজি আব্দুল ছুরত ,মাসুক মিয়া,মুহিত মিয়া,আবুল কাশেম,দুলাল মিয়া আক্তার,ছালেক মিয়া,মিরন মিয়া,সেলিম মিয়া ও শাহ আং গনি |
উল্লেখ্য গত ২৫ এপ্রিল জগন্নাথপুর চ্যারিটেবল ট্রাষ্টের আংশিক কমিটিতে শাহ আব্দুল মতিন কে সভাপতি, চুনু মিয়া কে সাধারণ সম্পাদক ও আছকর উদ্দিন দুলু কে কোষাধক্ষ্য করে ঘোষণা করা হয়েছিল |