চট্টগ্রামে জেলা বিএনপির দুই নেতা বহিষ্কার
১ min readনতুনআলো নিউজ ডেস্ক : দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাজী শাহজাহান জুয়েল এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সদস্য সচিব কাজী আব্দুল্লাহ আল হাসানকে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক দলের সকল পর্যায়ের পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়। বিএনপির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারা দু’জনই এখন থেকে দলের কোনো সাংগঠনিক কর্মকাণ্ডে লিপ্ত থাকতে পারবেন না। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এছাড়া বিএনপি’র সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীমকে তার দায়িত্ব যথাযথভাবে ও সতর্কতার সাথে পালনের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।