ছাতকে বিদ্যুতায়িত হয়ে দু’সহোদরের মৃত্যু
চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ):ছাতকে বিদ্যুতায়িত হয়ে দু’ সহোদরের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার (১৮মে’২০১৭ইং) রাতে চরমহল্লা ইউপির টেটিয়াচর বাজার সংলগ্ন বল্লভপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, উত্তর খুরমা ইউপির রসূলপুর (রাখা) গ্রামের জমির আলীর পুত্র হুমায়ূন আহমদ (৩০) ও মামুন মিয়া (২২) দু’ভাই মিলে টেটিয়ারচর বাজারে একটি ওয়ার্কশপ পরিচালনা করছে। এরসুবাদে বল্লভপুর গ্রামের বাসিন্দা ইউপি সদস্য সিরাজ মিয়ার বাড়িতে ঘরের চালে লোহার এ্যাঙ্গেল তোলার সময় বিদ্যুতের লাইনে জড়িয়ে তার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। জানা গেছে, ঘটনার সময় এ্যাঙ্গেলে ধরা অবস্থায় চালে উপরে হুমায়ূন ও নীচে মামুন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলে কৈতক হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ছাতক থানার ওসি আতিকুর রহমান দু’সহোদরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।