স্থায়ী কমিটির বৈঠকে খালেদা জিয়া

নতুন আলো নিউজ ডেস্ক:গুলশানে রাজনৈতিক কার্যালয়ে পুলিশি তল্লাশির ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে পরবর্তী করণীয় ঠিক করতে দলের নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রবিবার রাত সাড়ে আটটার কিছু সময় পর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয় বলে আরটিএনএনকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান। সূত্রে জানা যায়, বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, খালেদা জিয়ার কার্যালয়ে হঠাৎ পুলিশি তল্লাশি এবং দলীয় কর্মকাণ্ড গুরুত্ব পাবে। উল্লেখ্য, শনিবার সকাল সাড়ে ৭টায় গুলশানের ৮৬ নম্বর সড়কে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অভিযান শুরু করে পুলিশ। নাশকতার সরঞ্জাম জড়ো করা হয়েছে এমন অভিযোগে সেখানে অভিযান চালানো হয়। দুই ঘণ্টা অভিযান শেষে কোন কিছুই পাওয়া যায়নি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। পুলিশের গুলশান বিভাগের সহকারী কমিশনার আশরাফুল করিম জানিয়েছেন, আদালতের পরোয়ানা থাকায় তল্লাশি চালানো হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রবিবার সারাদেশে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন।