ম্যানচেস্টারে গানের কনসার্টে বিস্ফোরণ: কমপক্ষে ২০জন নিহত, শতাধিক আহত
নতুন আলো নিউজ ডেস্ক : ম্যানচেস্টার এরিনায় বিস্ফোরনে শতাধিক হতাহত হয়েছেন বলে আশংকা করা হচ্ছে। সোমবার রাতে গানের একটি কনসার্টে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষ দর্শী জানিয়েছেন মার্কিন গায়িকা আরিয়ানা গ্র্যান্ডের পপ কনসার্টের সময় শেষ মুহুর্তে হঠাৎ করে পরপর দুইটি বিকট শব্দ শুনতে পান। এরপর সব এলোমেলো হয়ে যায়। মানুষ চারদিকে ছুটাছুটি শুরু করে।
ম্যানচেস্টার পুলিশ জানিয়েছে এ ঘটনায় বহু মানুষ হতাহত হয়েছেন। ঘটনার পরপরই ম্যানচেস্টার ভিক্টোরিয়া স্টেশন এবং সকল ট্রেইন বন্ধ রাখা হয়েছে।
ডেইলি মেইল অনলাইনে বলা হচ্ছে কমপক্ষে ২০জন নিহত হয়েছে। প্রত্যক্ষ দর্শীরা জানিয়েছেন, মার্কিন গায়িকা আরিয়ানা গ্র্যান্ডের কনসার্টে হাজার হাজার মানুষের উপস্থিতি ঘটে। তার শেষ গানের কিছুক্ষন পূর্বে এই বিস্ফোরণ ঘটে।
হতাহতদের উদ্ধারে সাথে সাথে এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌছেছে। সেখানে অনেককে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।