টাইগারদের উৎসাহ দিতে দর্শক গ্যালারিতে উপস্থিত তারেক রহমান
নতুন আলো নিউজ ডেস্ক : ইংল্যান্ড বনাম বাংলাদেশের মধ্যকের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচের খেলা দেখতে গ্যালারিতে এসে উপস্থিত হন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান ও বেগম জুবায়দা রহমান, সে সময় সাথে ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ,যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্ধ।
ম্যাচ শুরুর কিছু সময়ের মধ্যেই গ্যালারিতে আসেন তারেক তবে বিড়ম্বনা ও ঝামেলা এড়াতে গোপন রাখা হয়েছিল খবর টি। কিন্তু গ্যালারিতে প্রিয় নেতাকে দেখে চিনে ফেলেন নেতা কর্মীরা এমন কি সাধারণ জনগণ ক্রীড়া প্রেমিকরা । শুরু হয় নেতার সাথে হাত মেলানো ও কুশল বিনিময় পর্ব। এক পর্যায়ে জটলা বাড়তে থাকলে দেশ নায়কের নিরাপত্তা ও গ্যালারিতে বিশৃঙ্খলা এড়াতে খেলা শেষ হওয়ার আগেই চলে যান তারেক রহমান ।
এই ব্যাপারে যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক কয়ছর এম আহমদ কে ফোনে জিজ্ঞেস করলে তিনি বলেন দেশ নায়ক জনাব তারেক রহমান গ্যালারিতে নিজ ইচ্ছায় গিয়েছেন, উনার আসন ব্যালকনিতে থাকলেও উনি নিজে চেয়েছেন দর্শকের সাথে বসে খেলা দেখতে. তাই আমরা ও উনাকে নিয়ে গ্যালারিতে ছিলাম.